নাটোরের রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা লেখা ভেসে ওঠার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগানের পাশাপাশি ‘বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে’ লেখা প্রদর্শিত হয়। বিষয়টি লক্ষ্য করার পর স্থানীয়রা দ্রুত সাইনবোর্ডটি খুলে ফেলেন। ঈদের দিন বিএনপি ও সাধারণ মুসল্লির ওপর লীগের গুলিবর্ষণের দুই দিনের মাথায় এমন ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান বলেন, কীভাবে এটি ঘটল, তা এখনো বোঝা যাচ্ছে না।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।