১৯ মার্চ আদালতে চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রী শাওনের সৎ-মা নিশি ইসলামের বিরুদ্ধে মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণা, বলপ্রয়োগ করে টাকা আদায় ও ভীতি প্রদর্শনের অপরাধে করা মামলায় অভিযোগের সত্যতা মেলেনি। ফলে এই মামলায় আসামি নিশি ইসলাম ও তার সাবেক স্বামী আল মাহফুজ খানের অব্যাহতি চাওয়া হয়েছে। জানা গেছে, আসামিদের হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা মামলা করায় মামলার বাদী অভিনেত্রী শাওনের বোন মাহিন আফরোজ শিঞ্জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। এদিকে এ ঘটনায় একটি শাওনকে আসামি করে হত্যা চেষ্টার একটি মামলাও করেন নিশি।
শাওনের সৎ-মা নিশি ইসলামের বিরুদ্ধে মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণা, বলপ্রয়োগ করে টাকা আদায় ও ভীতি প্রদর্শনের অপরাধে করা মামলায় অভিযোগের সত্যতা মেলেনি।