কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের আরকান আর্মি (এএ) ও রোহিঙ্গা বিদ্রোহীদের মধ্যে টানা চার দিনের সংঘর্ষে ব্যাপক গোলাগুলি হয়েছে। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত চলা গুলিবিনিময়ে সীমান্ত এলাকা কেঁপে ওঠে। সকালে আরকান আর্মি রোহিঙ্গা বিদ্রোহীদের লক্ষ্য করে কয়েকটি ড্রোন হামলা চালায়। পরে তারা বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালালে নয় বছর বয়সী হুজাইফা সুলতানা আফনান গুলিবিদ্ধ হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সর্বশেষ তথ্যে জানা গেছে, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর ৫৩ জন সদস্য পালিয়ে আসার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। তাদের মধ্যে তিন থেকে চারজন গুলিবিদ্ধ রয়েছেন। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত। সেনাবাহিনীর হস্তক্ষেপে স্থানীয় জনতা সড়ক অবরোধ তুলে নিয়েছে।
গুলিবিদ্ধ শিশুটির অবস্থা এখনও সংকটাপন্ন বলে জানা গেছে, তবে নতুন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
টেকনাফ সীমান্তে সংঘর্ষে শিশু আহত, মিয়ানমারের ৫৩ বিদ্রোহী আটক