ইডেন মহিলা কলেজকে শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত রাখা এবং কোনো বিভাগ বিলুপ্ত না করার দাবিতে বুধবার সকালে শিক্ষার্থীরা আজিমপুর-নীলক্ষেত সড়ক অবরোধ করেন। সকাল ১১টার দিকে কলেজের ২ নম্বর গেটের সামনে শুরু হওয়া এ বিক্ষোভে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—কলেজকে নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত রাখা, কোনো বিভাগ বিলুপ্ত না করা, বিশ্ববিদ্যালয়ের সময় ২৪ ঘণ্টা খোলা রাখা, ইন্টারমিডিয়েট চালু না করা এবং ইডেন কলেজকে একটি ফ্যাকাল্টিতে রূপান্তর না করা। শিক্ষার্থীরা ‘সহশিক্ষার ঠিকানা, ইডেনে হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন। কিছু সময়ের জন্য সড়ক থেকে সরে গেলেও পরে তারা আবার অবস্থান নেন। এতে আজিমপুর-নীলক্ষেত সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন বলে জানিয়েছে পুলিশ।
ইডেন কলেজকে নারীদের জন্য সংরক্ষিত রাখার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধে যানজট সৃষ্টি