গত বছরের ১৮ জুলাই স্বৈরাচারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারানো কিশোর মুবিনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মুবিন অর্থাভাবে স্থায়ীভাবে অন্ধ হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন। তারেক রহমানের নির্দেশে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক শরীয়তপুরে মুবিনের বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা ও উন্নত চিকিৎসার আশ্বাস দেন। বিএনপি সরকারকে আহত আন্দোলনকারীদের চিকিৎসা নিয়ে অবহেলার জন্য দায়ী করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়েছে।
জুলাই আন্দোলনে দৃষ্টিশক্তি হারানো মুবিনের পাশে দাঁড়ালেন তারেক রহমান