Web Analytics

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীর বাংলাদেশ হবে একটি ‘রেইনবো নেশন’, যেখানে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে। শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর প্যারেড মাঠে বাংলাদেশ বৌদ্ধ সমিতি আয়োজিত জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথেরের প্রয়াণোত্তর স্মরণে অনুষ্ঠিত হয়।

আমীর খসরু বলেন, যেমন একটি রংধনু নানা রঙের সমন্বয়ে সুন্দর হয়, তেমনি বাংলাদেশের প্রতিটি মানুষ তাদের নিজস্ব ধর্ম, ভাষা ও ইতিহাস বজায় রাখবে, কিন্তু দেশ হবে সবার। তিনি মন্তব্য করেন, বর্তমান রাজনীতি শান্তির পথ থেকে সরে গেছে, আর বিএনপি দেশে স্থিতিশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থান ফিরিয়ে আনতে কাজ করছে। তার মতে, বিএনপি এমন এক উদার গণতন্ত্রে বিশ্বাস করে যেখানে প্রতিটি নাগরিকের পরিচয় হবে শুধু বাংলাদেশি।

তিনি আরও বলেন, উন্নয়নের সুফল, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান যেন প্রতিটি ঘরে পৌঁছায় এবং জাতীয় জীবনের সব স্তরে সাম্য বজায় থাকে তা নিশ্চিত করতে হবে। বিশেষ গোষ্ঠীর একচেটিয়া সুবিধার দিন শেষ হয়েছে উল্লেখ করে তিনি বৈষম্যের বিরুদ্ধে সতর্কবার্তা দেন।

03 Jan 26 1NOJOR.COM

আমীর খসরুর প্রতিশ্রুতি, আগামীর বাংলাদেশে সবার জন্য সমান অধিকার নিশ্চিত হবে

Person of Interest

logo
No data found yet!