বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, চাঁদাবাজ বা অপকর্মে জড়িত ব্যক্তিদের দলে কোনো স্থান নেই। দাগনভূঞায় নির্বাচনি প্রচারে তিনি বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া দেশের সৎ ও আদর্শ নেতৃত্বের প্রতীক, অথচ বর্তমান সরকার তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন চালাচ্ছে। মিন্টু জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন, কোনো দুর্নীতিগ্রস্ত বা জনভোগান্তির কারণ ব্যক্তিকে নেতৃত্বে রাখা যাবে না। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার তার ওপর একাধিক গায়েবি মামলা দিয়ে হয়রানি করেছে এবং তার স্থাপনা ভাঙচুর করেছে। বৃহস্পতিবার তার প্রচারণাকালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত সাতজন আহত হন, পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মিন্টু বলেন, ধানের শীষ বিজয়ী হলে এলাকার উন্নয়নে তিনি সর্বাত্মক কাজ করবেন।
ফেনী-৩ আসনে নির্বাচনি প্রচারে বিশৃঙ্খলাকারীদের দলে স্থান নেই বলে সতর্ক করলেন মিন্টু