মাগুরায় ভুয়া ভোটার আইডি ব্যবহার করে পাসপোর্ট করতে গিয়ে এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম মো. রিয়াস, যিনি ৩০ হাজার টাকার বিনিময়ে শ্রীপুর উপজেলা নির্বাচন অফিস সংশ্লিষ্ট একটি চক্রের মাধ্যমে নিজের নামে জাতীয় পরিচয়পত্র তৈরি করেছিলেন বলে স্বীকার করেছেন। বুধবার মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন জমা দেওয়ার পর তার কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়লে কর্মকর্তারা বিষয়টি পুলিশকে জানান। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজের রোহিঙ্গা পরিচয় প্রকাশ করেন। কর্মকর্তারা জানান, তার কাগজপত্র জাতীয় সার্ভারে সঠিক দেখা গেলেও আচরণে সন্দেহজনক বিষয় লক্ষ্য করা যায়। জেলা নির্বাচন অফিস জানিয়েছে, এ ঘটনায় শ্রীপুর উপজেলা নির্বাচন অফিসের ভূমিকা তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
৩০ হাজার টাকায় ভুয়া ভোটার আইডি করে পাসপোর্ট আবেদনকালে মাগুরায় রোহিঙ্গা আটক