সিরিয়ার আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার আলেপ্পোতে সরকারি নিরাপত্তা বাহিনীর সঙ্গে কুর্দী নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) সংঘর্ষের পর এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। দেশটির জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন জানিয়েছে, যাত্রী, বিমান ক্রু এবং বিমানবন্দরের কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, স্থগিতাদেশ চলাকালে সব নির্ধারিত ফ্লাইট দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হবে, যতক্ষণ না প্রযুক্তিগত ও নিরাপত্তা মূল্যায়ন সম্পন্ন হয়। কর্তৃপক্ষ এই সিদ্ধান্তকে সতর্কতামূলক ও অস্থায়ী বলে উল্লেখ করেছে এবং জানিয়েছে, মূল্যায়ন শেষ হলে বা নতুন কোনো ঘটনা ঘটলে পরবর্তী ঘোষণা দেওয়া হবে।
যাত্রীদের ফ্লাইট সংক্রান্ত তথ্যের জন্য নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। আলেপ্পোতে সন্ত্রাসী হামলার জন্য ওয়াইপিজি নেতৃত্বাধীন এসডিএফকে দায়ী করা হচ্ছে, যেখানে এক সেনা ও চারজন বেসামরিক নাগরিক নিহত এবং কয়েকজন আহত হন।
কুর্দী নেতৃত্বাধীন এসডিএফের সঙ্গে সংঘর্ষে আলেপ্পো বিমানবন্দরে ফ্লাইট বন্ধ