Web Analytics

বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী, লেখক ও মানবাধিকার কর্মী ড. শহিদুল আলম ইসরায়েলি বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন। ৮ অক্টোবর গাজাগামী ফ্রিডম ফ্লোটিলার ‘কনশানস’ জাহাজে থাকা অবস্থায় তিনি ও অন্যান্য সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও নাবিকদের ইসরায়েলি বাহিনী আটক করে আশদোদ বন্দরে নিয়ে যায় এবং পরে নেগেভ মরুভূমির কেতজিয়েত কারাগারে পাঠায়। বন্দিদের মুক্তির দাবিতে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, তুরস্কের সহায়তায় শহিদুল আলম ইসরায়েল থেকে একটি ফ্লাইটে ইস্তাম্বুলে পৌঁছেছেন। তাঁর মুক্তিতে সহায়তার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন। শহিদুল আলম শিগগিরই দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। তাঁর এই মুক্তি মানবাধিকার ও গাজায় মানবিক সহায়তার দাবিতে নতুন করে আন্তর্জাতিক মনোযোগ এনেছে।

Card image

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।