Web Analytics

অ্যাশেজ সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা অস্ট্রেলিয়া ব্রিসবেন টেস্টে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে গেছে। প্রথম ইনিংসে জো রুটের ১৩৮ রানের ইনিংস সত্ত্বেও ৩৩৪ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে অস্ট্রেলিয়া ৫১১ রানের বড় সংগ্রহ গড়ে, যেখানে মিচেল স্টার্ক, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথসহ একাধিক ব্যাটার অর্ধশতক করেন।

দ্বিতীয় ইনিংসে ১৭৭ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ২৪১ রানে গুটিয়ে যায়। অধিনায়ক বেন স্টোকস করেন সর্বোচ্চ ৫০ রান, আর মিচেল নিসার নেন ৫ উইকেট। মাত্র ৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

দুই ইনিংসে ৮ উইকেট ও ব্যাট হাতে ৭৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন মিচেল স্টার্ক। সিরিজে টানা দ্বিতীয় জয়ে অস্ট্রেলিয়া এখন অ্যাশেজ ট্রফি ধরে রাখার পথে দৃঢ় অবস্থানে।

Card image

Person of Interest

logo
No data found yet!