হাসনাত আবদুল্লাহ বলেছেন, গোপালগঞ্জে দলের ওপর হামলার পর প্রমাণ হয়েছে তারা আওয়ামী লীগের ‘ডেডলিস্টে’ রয়েছেন। শুক্রবার নারায়ণগঞ্জে এক পথসভায় তিনি বলেন, যাদের আত্মীয়তা বা ব্যবসায়িক সম্পর্ক রয়েছে আওয়ামী লীগের সঙ্গে, তারা আওয়ামী লীগের প্রত্যাবর্তনকে আশীর্বাদ ভাবলেও তা এনসিপির জন্য মৃত্যুদণ্ড। তিনি আওয়ামী লীগের পুনর্বাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে বলেন, অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন ঘটেছে, এখন আর তাদের ‘তওবা’ও কাজে দেবে না। হাসনাত বলেন, যেসব বুদ্ধিজীবী পয়সার বিনিময়ে গণহত্যার পক্ষে কলম ধরেছে তারা ‘জ্ঞানপাপী’; এদের দিয়ে বাংলাদেশ গড়া সম্ভব নয়। তিনি ‘বাংলাদেশ উইদআউট আওয়ামী লীগ’ গঠনের ঘোষণা দেন।
অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন ঘটেছে, এখন আর তাদের ‘তওবা’ও কাজে দেবে না। আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু ডেকে আনবে: হাসনাত