Web Analytics

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিনটি গাড়ি ও ১৭ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। জব্দকৃত গাড়িগুলোর মূল্য ৪ কোটি ৬২ লাখ টাকা এবং জমির মূল্য ১ কোটি ৬৩ লাখ টাকা বলে জানানো হয়।

দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম এই সম্পত্তি জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, আনিসুল হক ২০১৪ সালের ১২ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত সময়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১৪৬ কোটি ১৯ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া ২৯টি ব্যাংক হিসাবে ৩৪৯ কোটি টাকা জমা ও ৩১৬ কোটি টাকা উত্তোলনের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করেছেন, যা মানি লন্ডারিংয়ের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ করা হয়।

আদালত মনে করেন, তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দ করা প্রয়োজন, অন্যথায় তা বিক্রি বা হস্তান্তর হয়ে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব নাও হতে পারে।

05 Jan 26 1NOJOR.COM

দুর্নীতি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের গাড়ি ও জমি জব্দের নির্দেশ

Person of Interest

logo
No data found yet!