যশোরে পঞ্চম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে চার বছরের কন্যাশিশুকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত শিশুকে হেফাজতে নেয় কোতোয়ালি থানা পুলিশ। পরে অভিযুক্তকে কয়েক দফায় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বিক্ষুব্ধ একদল শিক্ষার্থী। এতে এক কনস্টেবল হামলার শিকার হন। এ ঘটনায় মামলা করেছেন কন্যাশিশুর পিতা। অভিযোগ, তিনি, তার স্ত্রী ও ছেলে কাজে বাইরে ছিলেন। দুপুরে বাড়ি এসে দেখেন তাদের প্রতিবেশীর পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছেলে তার মেয়েকে ধর্ষণচেষ্টা করছে। খবর পেয়ে যশোর সরকারি এমএম কলেজ ও জিলা স্কুলের শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটকের চেষ্টা করে। সেখানে অভিযুক্তের পিতা ও তাদের বাড়িওয়ালার সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পালটাধাওয়া হয়। পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করে থানায় নেওয়ার সময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা হামলা চালায়।
চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা