Web Analytics

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে স্বাগত জানিয়েছেন, যেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় কর্নেল অলি বলেন, এই রায়ের মাধ্যমে বাংলাদেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। তিনি বলেন, ন্যায়বিচার পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার এবং এই রায় শহীদ পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করেছে। কর্নেল অলি আরও দাবি করেন, শুধু শেখ হাসিনার নয়, আওয়ামী লীগ দল হিসেবেও বিচার হওয়া উচিত। তিনি উল্লেখ করেন, আজকের রায় প্রমাণ করেছে কেউই আইনের ঊর্ধ্বে নয় এবং ভবিষ্যতের বিচার প্রক্রিয়ায় কর্তৃত্ববাদী প্রবণতা থেকে বিরত থাকার শিক্ষা দেবে।

17 Nov 25 1NOJOR.COM

কর্নেল অলি শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ডের রায়কে জনগণের ন্যায়বিচার হিসেবে স্বাগত জানান

Person of Interest

logo
No data found yet!