মেডিকোর প্রতিষ্ঠাতা মো. জোবায়দুর রহমান জনি বলেন, ২০২৩ সালের ২ আগস্ট আমার ফ্ল্যাটে সাদা পোশাকে সিআইডি কর্মকর্তা জুয়েল চাকমার সঙ্গে আরও ৭/৮ জন পুলিশ প্রবেশ করেন। আমার স্ত্রীকে হিজাব পরার সুযোগ না দিয়ে জোর করে ঢুকে লুণ্ঠন করে আমাকে তুলে নিয়ে যায়। আমাকে পেটানোর ছবি স্ত্রীকে পাঠানো হয়। তৎকালীন সিআইডি প্রধান ৫ কোটি টাকা না দিলে ক্রসফায়ারের হুমকি দেন। পরবর্তীতে আমার পরিবার গাড়ি, ফ্ল্যাট ও জমি বিক্রি করে সিআইডির এসআই মেহেদি হাসানের গাড়িচালক সবুজের কাছে দফায় দফায় ৪ কোটি টাকা পরিশোধ করা হয় এবং এসআই আতিকুর রহমান টাকা দেওয়ার স্থান ও সময় জানিয়ে তদারকি করত। এছাড়া প্রশ্নফাঁসের অবিযোগকে অস্বীকার করেছেন জোবায়দুর রহমান। তিনি জানান, ১৫ এপ্রিল আদালতে বিভিন্ন অভিযোগে সিআইডির তৎকালীন কর্মকর্তা বর্তমানে র্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া, তৎকালীন সিআইডিতে কর্মরত বর্তমানে বরিশাল মেট্রোপলিটনের এসআই মেহেদি হাসান এবং সিআইডির এসআই আতিকুর রহমানসহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে মামলা করেছি।
‘ক্রসফায়ারের ভয়’ দেখিয়ে ৪ কোটি টাকা আদায়ের অভিযোগ ‘মেডিকো’র প্রতিষ্ঠাতার