ওপেনএআই বাংলাদেশের পাশাপাশি ১৭টি এশিয়ান দেশে নতুন সাশ্রয়ী সংস্করণ চ্যাটজিপিটি গো চালু করেছে, যা ভারতের ও ইন্দোনেশিয়ার পরীক্ষামূলক সফলতার পর এসেছে। এই সাবস্ক্রিপশন প্ল্যান দীর্ঘদিনের ব্যবহারকারীর চাওয়া পূরণ করতে এবং সর্বশেষ জিপিটি-৫ মডেলের সুবিধা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে তৈরি। ব্যবহারকারীরা ফ্রি সংস্করণের সব ফিচারের পাশাপাশি ছবি তৈরি, ফাইল আপলোড, উন্নত ডেটা বিশ্লেষণ এবং বেশি ব্যবহার সীমার মতো অতিরিক্ত সুবিধা পাবেন। ভারতের জন্য দাম মাসে ৩৯৯ রুপি এবং ইন্দোনেশিয়ার জন্য ৭৫ হাজার রুপি। ওপেনএআইয়ের প্রধান নিক টার্লে জানান, লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া। ওপেনএআই-এর তথ্য অনুযায়ী, নিম্নআয়ের দেশগুলিতে চ্যাটজিপিটির ব্যবহার বৃদ্ধির হার ধনী দেশগুলোর চেয়ে চার গুণ বেশি।
ওপেনএআই বাংলাদেশের পাশাপাশি ১৭টি এশিয়ান দেশে নতুন সাশ্রয়ী সংস্করণ চ্যাটজিপিটি গো চালু করেছে, যা ভারতের ও ইন্দোনেশিয়ার পরীক্ষামূলক সফলতার পর এসেছে