ইতালি যাওয়ার উদ্দেশ্যে অবৈধভাবে সমুদ্রপথে লিবিয়া থেকে যাত্রা করার সময় মাদারীপুরের তিন যুবক—ইমরান খান, মুন্না তালুকদার ও বায়েজিত শেখ—লিবিয়ান মাফিয়াদের গুলিতে নিহত হন। পরে তাদের লাশ সাগরে ফেলে দেওয়া হয়। নিহতরা স্থানীয় দালাল শিপন খানের মাধ্যমে ২২ লাখ টাকায় ইতালি যাওয়ার চুক্তি করেছিলেন, কিন্তু লিবিয়ায় আটকে রেখে আরও ১৮ লাখ টাকা আদায় করা হয়। ঘটনার পর শিপন ও তার পরিবারের সদস্যরা গা-ঢাকা দিয়েছেন। নিহতদের স্বজনরা দালাল চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি ও মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতদের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং মানবপাচারকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। এই ঘটনায় আবারও স্পষ্ট হয়েছে, ইউরোপে অবৈধভাবে যাওয়ার চেষ্টায় বাংলাদেশি তরুণদের জীবন কতটা ঝুঁকিপূর্ণ।
ইতালি যাওয়ার পথে লিবিয়ায় মাফিয়াদের গুলিতে মাদারীপুরের তিন বাংলাদেশি যুবক নিহত