Web Analytics

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০০টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, প্রাথমিক তালিকা প্রস্তুত এবং বড় কোনো পরিবর্তন না হলে আজই তা ঘোষণা করা হবে। বাকি আসনগুলো জোটগত সমঝোতার ভিত্তিতে চলতি মাসেই নির্ধারণ করা হবে।

দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থী বাছাইয়ে পরিবারকেন্দ্রিক নেতৃত্বের পরিবর্তে রাষ্ট্র সংস্কারধারার রাজনীতি, পেশাজীবী ও তরুণ প্রজন্মকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ৬ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ১,৪৮৪টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়। তবে আসন বণ্টন নিয়ে কেন্দ্র ও তৃণমূল পর্যায়ে অসন্তোষ দেখা দিয়েছে। কয়েকজন নেতা অভিযোগ করেছেন, কিছু উপদেষ্টা ও কেন্দ্রীয় নেতা প্রভাব খাটাচ্ছেন এবং আত্মীয়দের প্রাধান্য দিচ্ছেন।

দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নির্বাচনে অংশ নিচ্ছেন। সম্প্রতি এনসিপি নাহিদ ইসলামকে মুখপাত্র করে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ গঠনের ঘোষণা দিয়েছে, যা নির্বাচনে দলের সংস্কারমূলক অবস্থানকে জোরদার করছে।

09 Dec 25 1NOJOR.COM

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ১০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল জাতীয় নাগরিক পার্টি

Person of Interest

logo
No data found yet!