সংসদ ও স্থানীয় নির্বাচনের জন্য সাংবাদিকদের জন্য নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। গোপনকক্ষে ছবি তোলা ও ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। কার্ডধারী সাংবাদিকরা প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি নিয়ে তথ্য ও ছবি নিতে পারবেন, তবে ভোটকক্ষে ১০ মিনিটের বেশি থাকা যাবে না এবং একসঙ্গে একাধিক গণমাধ্যম প্রবেশ করতে পারবে না। সরাসরি সম্প্রচার করতে হলে কেন্দ্রের বাইরে করতে হবে। নতুন এই নীতিমালা ২০২৫ সাল থেকে কার্যকর হবে।
ইসির জারি করা নীতিমালা অনুযায়ী, ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার ও গোপনকক্ষের ভেতরে ছবি তোলা যাবে না।