‘বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম’ জানিয়েছে, তারা সচিবালয়ের নতুন চাকরিবিধি অধ্যাদেশ বাতিলের আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করেছে। এছাড়া সংগঠনটির নেতাদের সচিবালয়ে ঢুকতে না দেওয়ায় নিন্দা জানিয়েছে। সংগঠনটি বলছে, ‘বিতর্কিত’ উপদেষ্টা আলী ইমাম মজুদারের অনৈতিক সহযোগিতায় মন্ত্রিপরিষদসচিব শেখ আব্দুর রশিদ, জনপ্রশাসন সচিব মো. মোখলেস উর রহমান ও স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি চুক্তিভিত্তিক নিয়োগ পান। চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্তির পরপরই তারা জুলাই আন্দোলনের উদ্দেশ্য ও লক্ষ্যকে বিপথে পরিচালিত করতে শুরু করে।' সংগঠনটি এই তিনজনের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে।
চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া তিন সচিবের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম