Web Analytics

ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর এক জরিপে জানা গেছে, দীর্ঘ রিজার্ভ ডিউটির কারণে সেনাদের পারিবারিক জীবন ভীষণ সংকটে পড়েছে। প্রায় অর্ধেক স্ত্রী বিবাহিত জীবনে টানাপোড়েনের কথা জানিয়েছেন, আর এক-তৃতীয়াংশ আলাদা হওয়া বা তালাকের কথা ভেবেছেন। ২০০–৩৫০ দিনের দীর্ঘ দায়িত্বে এ হার বেড়ে ৫৭ শতাংশে পৌঁছেছে। শিশুদের ক্ষেত্রেও প্রভাব গুরুতর—৫২ শতাংশ পরিবার মানসিক অবস্থার অবনতির কথা জানিয়েছে, যা দীর্ঘ দায়িত্বে ৬৩ শতাংশে দাঁড়িয়েছে। স্ত্রীদের ৬১ শতাংশ কোনো না কোনো সহায়তা প্রয়োজনীয় মনে করেছেন—আবেগীয়, আর্থিক বা মানসিক স্বাস্থ্যসেবা। বেশিরভাগ পরিবার বন্ধু-আত্মীয়ের ওপর নির্ভর করেছে। সরকারি সহায়তায় বৈষম্য ছিল; আইডিএফ থেকে ৩০ শতাংশ এবং স্থানীয় প্রশাসন থেকে ২৩ শতাংশ সহায়তা পেয়েছে। জাতীয় বীমা ইনস্টিটিউট থেকে ৮৭ শতাংশ পরিবার আর্থিক সহায়তা পেলেও একক বা তালাকপ্রাপ্ত মায়েরা তুলনামূলকভাবে বঞ্চিত হয়েছেন।

01 Oct 25 1NOJOR.COM

ইসরায়েলি সেনাদের দীর্ঘ গাজা যুদ্ধ রিজার্ভ ডিউটি দাম্পত্য কলহ, শিশুদের মানসিক সংকট এবং অসম পারিবারিক সহায়তা তৈরি করছে

Person of Interest

logo
No data found yet!