বাগেরহাটের মোরেলগঞ্জে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে বাগেরহাট-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। শুক্রবার সকালে নব্বইরশী বাসস্ট্যান্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি রিয়াজুল ইসলামকে সংবর্ধনা উপলক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। তিনি জুলাই আন্দোলনের সনদ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বানও জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শাহাদাৎ হোসাইন। এতে স্থানীয় ও জাতীয় পর্যায়ের জামায়াত নেতারা উপস্থিত ছিলেন। বক্তৃতা শেষে একটি বিশাল মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ রোডে গিয়ে শেষ হয়, যেখানে রিয়াজুল ইসলামকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
অধ্যক্ষ আলীম বলেন, দাঁড়িপাল্লা প্রতীকে বিজয় অর্জিত হলে মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলাকে আধুনিক শহরে রূপান্তর করা হবে এবং সুপেয় পানি, টেকসই ভেড়িবাঁধ ও দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনের উদ্যোগ নেওয়া হবে।
ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে বাগেরহাটে দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান জামায়াত প্রার্থীর