দুর্নীতি দমন কমিশন (দুদক) অধ্যাদেশ ২০২৫-এর চূড়ান্ত অনুমোদন থেকে গুরুত্বপূর্ণ কৌশলগত সুপারিশ বাদ দেওয়ায় গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি প্রশ্ন তোলে, সরকারের কাছে রাষ্ট্র সংস্কার কি সত্যিই অর্থবহ, নাকি কেবল ফাঁকা বুলি। টিআইবি জানায়, দুদকের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিতের জন্য প্রস্তাবিত ‘দুদক সংস্কার কমিশন’ ও ‘বাছাই ও পর্যালোচনা কমিটি’ গঠনের সুপারিশ বাদ দেওয়া হয়েছে। নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এটি সরকারের সংস্কার প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক একটি পদক্ষেপ। তিনি দাবি করেন, অন্তত সাতজন উপদেষ্টা এই প্রস্তাবের বিরোধিতা করেছেন, যদিও রাজনৈতিক দলগুলো এতে একমত ছিল। টিআইবি অভিযোগ করে, সরকারের অভ্যন্তরে সংস্কারবিরোধী প্রভাবশালী মহল দুদককে জবাবদিহির বাইরে রাখতে চায়। সংস্থাটি জানায়, খসড়া আইনে কিছু উন্নতি থাকলেও গুরুত্বপূর্ণ সুপারিশ বাদ পড়ায় এটি উদ্বেগজনক।
দুদক অধ্যাদেশে গুরুত্বপূর্ণ সংস্কার বাদে সরকারের সমালোচনায় টিআইবি