মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ বুধবার ভোরে কুয়ালালামপুরে পরিচালিত অভিযানে বাংলাদেশিসহ ১৫০ জন অবৈধ বিদেশি অভিবাসীকে আটক করেছে। দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়, সেলায়াং এলাকার একটি অ্যাপার্টমেন্ট ব্লক এবং ওল্ড ক্লাং রোডের পাশে এই অভিযান চালানো হয়। ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশনস) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫২ জন কর্মকর্তা সেলায়াংয়ে অভিযান চালিয়ে ৭৯ জনকে আটক করেন।
আটককৃতদের বয়স ১৭ থেকে ৫৫ বছরের মধ্যে এবং তাদের বিরুদ্ধে বৈধ পাসপোর্ট ও কাজের পারমিট না থাকা এবং নির্ধারিত সময়ের বেশি অবস্থানের অভিযোগ আনা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৩৯ জন ইন্দোনেশিয়া, ২৫ জন বাংলাদেশ, ১০ জন নেপাল, ২ জন ভারত, ২ জন পাকিস্তান এবং ১ জন মিয়ানমারের নাগরিক। রামলি জানান, তারা নিরাপত্তারক্ষী, খাবারের দোকানের সহকারী, লন্ড্রি কর্মী, পরিচারক ও নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন।
ওল্ড ক্লাং রোডের পাশে দ্বিতীয় অভিযানে আরও ৭১ জন বিদেশিকে আটক করা হয়, যার মধ্যে ইন্দোনেশিয়ার ৩৩ জন পুরুষ ও ৩৩ জন নারী, মিয়ানমারের দুজন পুরুষ ও একজন নারী, একজন ভারতীয় পুরুষ এবং একজন পাকিস্তানি ছিলেন।
কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ ১৫০ অবৈধ অভিবাসী আটক