জিওপি'র সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না। মূলত এনসিপির উপদেষ্টা ও নেতাদের আচরণে ক্ষুব্ধ হয়ে তিনি তাদের বলেছেন, তোমরা সংযত হও, নইলে আমি দায়িত্বে থাকব না। রাশেদ অভিযোগ করেন, সতর্কবার্তাকে পদত্যাগ করবেন বলে প্রোপাগান্ডা চালানো হয়েছে। মূলত এনসিপির উপদেষ্টাদের পদত্যাগের দাবি থেকে জনগণের দৃষ্টি সরাতে এই নাটক! তিনি বলেন, আজকে একজন উপদেষ্টা বলেছে, শুধু নির্বাচনের জন্য আমরা বসি নাই। কিন্তু ১০ মাসেও তো গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের নমুনা দেখছি না। বরং রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের চেষ্টা করা হয়েছে। রাশেদ বলেন, 'আমরা ডক্টর মুহাম্মদ ইউনূস স্যারের পদত্যাগ চাই না। দায়িত্ব শেষ হওয়ার আগে আমরা ডক্টর মুহাম্মদ ইউনূসকে পদত্যাগ করতেও দেব না।' তবে ডক্টর ইউনুসের টিম পুনর্গঠনের দাবি জানিয়েছেন!
ডক্টর মুহাম্মদ ইউনূস স্যারের পদত্যাগ চাই না, দায়িত্ব শেষ হওয়ার আগে পদত্যাগ করতে দেব না: রাশেদ