যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে যশোর জেলা সর্বোচ্চ পাশের হার অর্জন করেছে। মেহেরপুর জেলার ফলাফল সবচেয়ে নিচে। গত বছরের তুলনায় এবারের পাশের হার ২০ শতাংশ কমেছে এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা প্রায় ৫ হাজার কমেছে। ইংরেজি ও গণিতে বেশি ফেলের কারণে সামগ্রিক ফলাফল প্রভাবিত হয়েছে। মোট ২,৫৭৫ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৭৫টি স্কুল শতভাগ পাশ করেছে, আবার দুইটি স্কুল শতভাগ ফেল করেছে।