রোববার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের এডিশনাল এসপি পরিচয় দানকারী জাকারিয়া আহম্মদ তাপাদার ওরফে রাজন (৩৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওসি লিয়াকত আলী জানান, জাকারিয়া নিজেকে পুলিশের এডিশনাল এসপি পরিচয় দিয়ে বিভিন্ন জেলা উপজেলায় প্রতারণাসহ অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়ে আসছিলেন। রূপগঞ্জের কয়েকটি মামলার আসামি তিনি। শুধু তাই নয়, তার প্রোফাইল পিকচারে পুলিশের পোশাক পরিহিত ছবি ও পুলিশের এডিশনাল এসপি পরিচয় দিয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের এডিশনাল এসপি পরিচয় দানকারী জাকারিয়া আহম্মদ তাপাদার ওরফে রাজন (৩৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।