ঝালকাঠির ঐতিহ্যবাহী নলছিটি লঞ্চঘাটের নামকরণ করা হয়েছে শহীদ শরীফ ওসমান হাদির নামে। নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন শুক্রবার দুপুরে নলছিটিতে আয়োজিত অনুষ্ঠানে নামফলক উন্মোচন করেন। তিনি হাদির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, হাদি ছিলেন অকুতোভয় যোদ্ধা ও প্রতিবাদী তারুণ্যের প্রতীক, যার নামে লঞ্চঘাটের নামকরণ ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করবে।
অনুষ্ঠানে উপদেষ্টা জানান, বর্তমান সরকার প্রান্তিক ও দ্বীপাঞ্চলের জনগণকে মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত করতে নৌ যোগাযোগ অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ইতোমধ্যে শহীদ ওসমান হাদি লঞ্চঘাটের সংস্কার ও আধুনিকায়নের কাজ সম্পন্ন করেছে।
স্থানীয়রা এই সিদ্ধান্তে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে উপদেষ্টার উদ্যোগে ভোলার মনপুরা উপজেলায় ‘শহীদ ওসমান হাদি ওয়াটার অ্যাম্বুলেন্স’ হস্তান্তর এবং বরিশালের বাকেরগঞ্জে নতুন লঞ্চঘাট উদ্বোধন করা হয়, যা স্থানীয় যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যে সহায়তা করবে।
ঝালকাঠিতে শহীদ শরীফ ওসমান হাদির নামে নলছিটি লঞ্চঘাটের নামকরণ