Web Analytics

সিরিয়া সরকার কুর্দি ভাষাকে জাতীয় ভাষা হিসেবে ঘোষণা করেছে। প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জারি করা এক ডিক্রিতে কুর্দি সম্প্রদায়ের জাতীয় অধিকার স্বীকৃতি দেওয়া হয়েছে এবং ১৯৬২ সালের বিতর্কিত আদমশুমারিতে বাতিল হওয়া তাদের নাগরিকত্ব পুনর্বহাল করা হয়েছে। পাশাপাশি দামেস্ক ‘নওরোজ’ উৎসবকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করেছে। সরকারি গেজেটে প্রকাশের পর ডিক্রিটি কার্যকর হবে।

ডিক্রিতে বলা হয়েছে, কুর্দি নাগরিকরা সিরিয়ার জনগণের অবিচ্ছেদ্য অংশ এবং তাদের সাংস্কৃতিক ও ভাষাগত পরিচয় দেশের ঐক্যবদ্ধ ও বৈচিত্র্যময় জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ উপাদান। সিরিয়া সরকার সাংস্কৃতিক ও ভাষাগত বৈচিত্র্য রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে এবং জাতীয় সার্বভৌমত্বের কাঠামোর মধ্যে কুর্দিদের ঐতিহ্য, শিল্পকলা ও মাতৃভাষা বিকাশের অধিকার নিশ্চিত করেছে।

ডিক্রিতে আরও উল্লেখ করা হয়েছে, কুর্দি জনসংখ্যা বেশি এমন এলাকায় সরকারি ও বেসরকারি স্কুলে ঐচ্ছিক পাঠ্যক্রম বা সাংস্কৃতিক কার্যক্রমের অংশ হিসেবে কুর্দি ভাষা শেখানোর অনুমতি থাকবে।

17 Jan 26 1NOJOR.COM

সিরিয়া কুর্দি ভাষাকে জাতীয় মর্যাদা দিয়ে কুর্দিদের নাগরিকত্ব ফিরিয়ে দিল

Person of Interest

logo
No data found yet!