Web Analytics

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালকে ১০টি জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এই নির্দেশনায় নির্বাচন চলাকালে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রাখা এবং ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রতিটি সিটি করপোরেশনে ছয়টি, বিভাগীয় পর্যায়ে চারটি, জেলা পর্যায়ে তিনটি, উপজেলা পর্যায়ে দুটি এবং ইউনিয়ন পর্যায়ে একটি করে মেডিক্যাল টিম গঠন করতে হবে। জরুরি বিভাগে প্রয়োজনে অতিরিক্ত জনবল নিয়োগ, সার্বক্ষণিক অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখা এবং জরুরি, ল্যাব, ডায়ালাইসিস, সিটি স্ক্যান ও এমআরআই সেন্টার খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান প্রধানদের কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে এবং অনুপস্থিত থাকলে যোগ্য কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে তার তথ্য অধিদপ্তরে জানাতে হবে।

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকে চিকিৎসকের সার্বক্ষণিক উপস্থিতিতে জরুরি বিভাগ চালু রাখা এবং রোগী রেফার করার আগে প্রাথমিক চিকিৎসা ও কাউন্সেলিং নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

27 Jan 26 1NOJOR.COM

১২ ফেব্রুয়ারির নির্বাচনে হাসপাতালগুলোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ১০ নির্দেশনা

Person of Interest

logo
No data found yet!