সুপ্রিম কোর্টের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনের পুরোনো সীমানা পুনর্বহালের হাইকোর্টের রায় স্থগিত করেছেন। রোববার (১১ জানুয়ারি) নির্বাচন কমিশন ও এক স্বতন্ত্র প্রার্থীর পৃথক আবেদনের শুনানি শেষে আদালত এই আদেশ দেন। আইনজীবীরা জানিয়েছেন, এই স্থগিতাদেশের ফলে নতুন সীমানা অনুযায়ী আসন দুটিতে নির্বাচন করতে আইনি কোনো বাধা নেই।
এর আগে ৮ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণ-সংক্রান্ত গেজেটের অংশবিশেষকে অবৈধ ঘোষণা করে আগের সীমানা পুনর্বহালের নির্দেশ দিয়েছিল। সেই রায়ে কুমিল্লা-১ আসনে দাউদকান্দি ও তিতাস উপজেলা এবং কুমিল্লা-২ আসনে হোমনা ও মেঘনা উপজেলা অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়।
চেম্বার জজ আদালতের এই স্থগিতাদেশ আপিলের অনুমতি চেয়ে আবেদন (লিভ টু আপিল) দায়ের না হওয়া পর্যন্ত বহাল থাকবে। ফলে আপাতত নতুন সীমানা অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি নিতে পারবে।
কুমিল্লা-১ ও ২ আসনের পুরোনো সীমানা পুনর্বহালের রায় স্থগিত করেছে আপিল বিভাগ