দ্য নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত চেনাব নদীর ওপর দুলহস্তি স্টেজ–২ জলবিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে, যা ভারতের অধিকৃত জম্মু ও কাশ্মীরে বাস্তবায়িত হবে। প্রায় ৩,২৭৭ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি রাষ্ট্রায়ত্ত সংস্থা এনএইচপিসি লিমিটেড বাস্তবায়ন করবে এবং সর্বোচ্চ ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী বছরের শুরুতেই প্রকল্পের কাজ শুরু হতে পারে।
বিশ্লেষকদের মতে, পহেলগাম ঘটনার পর সিন্ধু পানি চুক্তি কার্যত স্থগিত রাখার ভারতের সিদ্ধান্তের প্রেক্ষাপটেই এই অনুমোদন এসেছে। ওই ঘটনার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পায় এবং পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ দেখা যায়। ভারতের এই পদক্ষেপের পরও পাকিস্তান চুক্তির প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং নিরপেক্ষ বিশেষজ্ঞের অধীনে চলমান প্রক্রিয়ায় অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। গত আগস্টে স্থায়ী সালিশি আদালত রায় দেয় যে পশ্চিমাঞ্চলীয় নদীগুলোর পানি পাকিস্তানের অবাধ ব্যবহারের জন্য স্বাভাবিকভাবে প্রবাহিত হতে দিতে হবে।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, প্রকল্পটি পাকিস্তানের জন্য কৌশলগত ও পরিবেশগতভাবে ক্ষতিকর হতে পারে। পরিবেশ কর্তৃপক্ষ জানিয়েছে, পানিপ্রবাহের পরিবর্তনে মারুসুদার নদীর প্রায় ২৫ কিলোমিটার অংশে জলবৈজ্ঞানিক পরিবর্তন ঘটতে পারে।
চেনাব নদীতে দুলহস্তি স্টেজ–২ প্রকল্পে ভারতের অনুমোদনে সিন্ধু চুক্তি লঙ্ঘনের অভিযোগ