কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযানে প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের ১ লাখ ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোরে বিজিবির ৬৪ ব্যাটালিয়নের একটি টহল দল মিয়ানমার সীমান্ত থেকে সন্দেহভাজন একজন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। তাকে চ্যালেঞ্জ করলে তিনি হাতে থাকা কালো পলিব্যাগ ফেলে নাফ নদী পেরিয়ে মিয়ানমারে পালিয়ে যান।
বিজিবির উখিয়া ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, উদ্ধার করা ইয়াবাগুলো নীল বায়ুরোধী প্যাকেটে রাখা ছিল। পলাতক পাচারকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। সাম্প্রতিক বছরগুলোতে মিয়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা পাচার বৃদ্ধি পাওয়ায় এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
উখিয়ায় বিজিবির অভিযানে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার