জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে গডফাদারতন্ত্রের অবসান ঘটানো হয়েছে এবং আমরা আবার নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না। নাহিদ বলেন, মাদকের অভয়ারণ্য হয়ে গিয়েছিল কক্সবাজার। পর্যটন শিল্পের নামে কক্সবাজারে লুটপাট করেছে স্বৈরাচার আওয়ামী লীগ। আমরা চাই পরিবেশবান্ধব পর্যটন শিল্প গড়ে তুলতে হবে। যেখানে কক্সবাজারের মানুষের হক এবং অধিকার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি আমাদের দরদ রয়েছে। তাদেরকে অধিকারহীন, রাষ্ট্রহীন করে রাখা হয়েছে। কিন্তু তার সমাধান এটা না যে, বছর পর বছর বাংলাদেশ তাদের দায়িত্ব নিবে। রোহিঙ্গাদের দায়িত্ব নিতে গিয়ে আমাদের কক্সবাজারের মানুষের প্রতি বেইনসাফি করছি সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। তিনি রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য অতিদ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।
শেখ হাসিনার নেতৃত্বে গডফাদারতন্ত্রের অবসান ঘটানো হয়েছে এবং আমরা আবার নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না: নাহিদ ইসলাম