আফগানিস্তানে ন্যাটো সেনাদের ভূমিকা ছোট করে মন্তব্য করায় মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। রোববার এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্পের এই মন্তব্য একেবারেই অগ্রহণযোগ্য। যদিও ট্রাম্প পরে মিত্র বাহিনীর অবদান স্বীকার করেছেন, আলবানিজ বলেন, তাতে আগের বক্তব্যের ক্ষত মুছে যায় না।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে পাঠানো ন্যাটো বাহিনীর অংশ ছিল অস্ট্রেলিয়ার সেনারা। সেখানে ৪৭ জন অস্ট্রেলীয় সেনা নিহত হন এবং আহত হন ২৬০ জনের বেশি। গত সপ্তাহে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের মিত্ররা কিছু সেনা পাঠালেও তারা সম্মুখ সারিতে ছিল না। আলবানিজ বলেন, এই মন্তব্য নিহত সেনাদের পরিবারকে গভীরভাবে আঘাত করেছে এবং আফগানিস্তানে দায়িত্ব পালন করা ৪০ হাজার অস্ট্রেলীয় সেনার সাহসিকতা সর্বোচ্চ শ্রদ্ধার যোগ্য।
ট্রাম্পের মন্তব্যে পোল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, ইতালি ও যুক্তরাজ্যসহ একাধিক মিত্র দেশ ক্ষোভ প্রকাশ করেছে। পরে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রিটিশ সেনাদের প্রশংসা করেন। অস্ট্রেলিয়া ২০২১ সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে।
আফগানিস্তানে ন্যাটো ভূমিকা খাটো করায় ট্রাম্পকে সমালোচনা করলেন আলবানিজ