কুমিল্লা-১, ২ ও ৩ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ইউসুফ হাকিম সোহেলসহ ১১ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। শুক্রবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার তাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।
রিটার্নিং অফিসার মু. রেজা হাসান বিষয়টি নিশ্চিত করেন। অন্যদিকে যাচাই-বাছাই কমিটি বিএনপির খন্দকার মোশাররফ হোসেন, খন্দকার মারুফ হোসেন, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ কয়েকজনের প্রার্থিতা বৈধ ঘোষণা করে। জামায়াত প্রার্থী ইউসুফ সোহেল জানান, ছোট একটি ত্রুটির কারণে তার মনোনয়ন বাতিল হয়েছে এবং তিনি তা সংশোধন করে আপিল করবেন।
নির্বাচনসংশ্লিষ্ট সূত্র জানায়, মনোনয়নপত্রে ত্রুটি, তথ্যের অসংগতি বা কাগজপত্রের ঘাটতির কারণে প্রার্থিতা বাতিল হতে পারে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন। কুমিল্লার বাকি পাঁচটি আসনের যাচাই-বাছাই শনিবার অনুষ্ঠিত হবে।
কুমিল্লায় যাচাই শেষে জামায়াত প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল