চার দফা দাবিতে আগামী ২০ জুলাই চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য তিন জেলার সব রুটে ২৪ ঘণ্টার জন্য পণ্য ও গণপরিবহণ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহণ মালিক ফেডারেশন। চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব মো. হুমায়ুন কবির সোহেল এ ঘোষণা দেন। চার দফা দাবির মধ্যে রয়েছে সড়ক পরিবহণ আইনের শ্রমিক-মালিক বিরোধী ধারাসমূহ সংশোধন, ইকোনমিক লাইফ সংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত, ফিটনেস বেসরকারি সংস্থার হাতে না দেওয়া এবং বর্ধিত অগ্রিম আয়কর প্রত্যাহার। তাদের দাবি, পরিবহণ খাত লোকসানে যাচ্ছে, কিন্তু সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি।
চার দফা দাবিতে আগামী ২০ জুলাই চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য তিন জেলার সব রুটে ২৪ ঘণ্টার জন্য পণ্য ও গণপরিবহণ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহণ মালিক ফেডারেশন।