Web Analytics

নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, শুক্রবার (২৮ নভেম্বর) পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ৭০ হাজার ৬৬০ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে ৫৯ হাজার ৫১০ জন পুরুষ এবং ১১ হাজার ১৫০ জন নারী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো প্রবাসীরা ডাকযোগে ভোট দিতে পারবেন। যুক্তরাষ্ট্রে সর্বাধিক নিবন্ধন হয়েছে, এরপর রয়েছে দক্ষিণ কোরিয়া, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। সৌদি আরবসহ সাতটি দেশে ঠিকানা সংক্রান্ত ত্রুটির কারণে নিবন্ধন সাময়িকভাবে বন্ধ থাকলেও দ্রুত পুনরায় চালু হবে বলে আশা করা হচ্ছে। ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী নিবন্ধন উন্মুক্ত রাখা হয়েছে। ইসি কর্মকর্তারা একে প্রবাসী ও সরকারি কর্মচারীদের ভোটাধিকার নিশ্চিতের ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

28 Nov 25 1NOJOR.COM

প্রথমবারের মতো ডাকযোগে ভোটে অংশ নিতে ৭০ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশির নিবন্ধন সম্পন্ন

Person of Interest

logo
No data found yet!