Web Analytics

ইডিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক সামাদ মৃধা জানান, সিন্ডিকেট ভেঙে এবং অদক্ষ জনবল কমিয়ে ৩৩টি প্রয়োজনীয় ওষুধের দাম কমানো হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে আরও কিছু ওষুধের দাম কমাতে কাজ চলছে। তিনি বলেন, বিগত সরকারের আমলে সক্ষমতার চেয়েও প্রায় ২ হাজার কর্মী বেশি ছিল, যাদের বেশিরভাগই ছিল অদক্ষ। তাদের মধ্যে ৭২২ জনকে ছাটাই করা হয়েছে, অতিরিক্ত ওভারটাইমও বন্ধ করা হয়েছে। ট্রল ম্যানুফ্যাকচার কমানোর মাধ্যমে ব্যায় সংকোচন করা হয়েছে। ফলে ৩৩টি ওষুধের দাম ১০-৫০ শতাংশ পর্যন্ত কমানো গেছে। ইডিসিএল জানায়, ওমিপ্রাজল ক্যাপসুল, কেটোরোলাক ইনজেকশন, অনডানসেট্রন ইনজেকশন, সেফট্রিয়াক্সোন ও সেফটাজিডিম ইনজেকশনের দাম উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। মেরোপেন ওমিপ্রাজল ইনজেকশনের দামও হ্রাস পেয়েছে। এ ছাড়া মনটিলুকাস্ট ট্যাবলেটের দাম ১০ টাকা ৬৭ পয়সা থেকে পাঁচ টাকা করা হয়েছে। গ্রামীণ ক্লিনিকে তালিকাভুক্ত ৩২টি ওষুধের মধ্যে ২২টির দামও কমানো হয়েছে।

Card image

Person of Interest

logo
No data found yet!

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।