কুমিল্লার দেবিদ্বার থানার কনস্টেবল মো. মহিউদ্দিন (৫৯) চোরের পালানো ঠেকাতে গিয়ে প্রাণ হারান। স্থানীয়রা চোর রুবেল মিয়াকে ধরে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করে। তার শারীরিক অবস্থা বিবেচনায় পুলিশ তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তবে হাসপাতালের গেটে অটোরিকশা থেকে নামানোর সময় রুবেল হঠাৎ দৌড়ে পালিয়ে যায়। মঙ্গলবার রাত ৯:৩০টার দিকে সরকারি কলেজ সড়কের কাছে এই ঘটনা ঘটে।