Web Analytics

২০২৫ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড পৃথক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফলাফল বোর্ডগুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে এবং আবেদনকারীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও জানানো হবে। এবার রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে—দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছে। এর মধ্যে সর্বাধিক আবেদন পড়েছে ঢাকা বোর্ডে, আর সবচেয়ে কম বরিশাল বোর্ডে। বিষয়ভিত্তিকভাবে ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে সবচেয়ে বেশি আবেদন এসেছে। গত ১৬ অক্টোবর ফল প্রকাশের পর ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে আবেদন গ্রহণ করা হয়েছিল।

16 Nov 25 1NOJOR.COM

রেকর্ডসংখ্যক আবেদনের পর রোববার সকালে এইচএসসি ও আলিম পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

Person of Interest

logo
No data found yet!