Web Analytics

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বিমসটেক সদস্য দেশগুলোকে পারস্পরিক স্বার্থ ও সবার কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বিপুল জনসংখ্যাকে চ্যালেঞ্জ নয়, সম্ভাবনা বলে বলেন, বিমসটেক অঞ্চল বিশ্ব জনসংখ্যার এক-পঞ্চমাংশের আবাসস্থল। বাংলাদেশ উন্মুক্ত আঞ্চলিকতার স্বপ্ন লালন করে সব দেশ ও জনগোষ্ঠী ন্যায্যতা, পারস্পরিক সম্মান, পারস্পরিক স্বার্থ ও যৌথ কল্যাণের ভিত্তিতে সম্পৃক্ত হতে আগ্রহী। তিনি বলেন, ‘আমাদের যৌথভাবে নবায়নযোগ্য জ্বালানি, সীমান্ত পেরিয়ে বিদ্যুৎ বাণিজ্য এবং জ্বালানি দক্ষতা ব্যবহারে এগিয়ে আসতে হবে। বাণিজ্য ও বিনিয়োগ প্রসার, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে আন্তঃসীমান্ত গমনাগমন সহজ করা বিমসটেক জনগণের সমৃদ্ধ কল্যাণের মূল চাবিকাঠি। ইউনূস বলেছেন, বর্তমানে আন্তঃআঞ্চলিক বাণিজ্য মাত্র ৫ দশমিক ৯ শতাংশ। বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন খাতের নেতৃত্বদানকারী দেশ হিসেবে বাংলাদেশ ২০০৪ সালে স্বাক্ষরিত ‘বিমসটেক এফটিএ চুক্তি’ বাস্তবায়নের জন্য সকলকে আহ্বান জানিয়েছে, যা শেষ পর্যন্ত কানেক্টিভিটি বাড়াতে অবদান রাখবে।’ এই সময় তিনি সম্প্রতি পরিবহন চুক্তিতে স্থলবেষ্টিত সেভেন সিস্টার্স লাভবান হবে বলে জানান। এছাড়া দ্বিপাক্ষিক স্বার্থের বদলে আঞ্চলিক স্বার্থের প্রতি গুরুত্ব দিয়ে ডক্টর ইউনুস বিমসটেকের কার্যকারিতা বাড়াতে সংস্কারের পক্ষে জোর দিয়ে বলেন, বাংলাদেশ চেয়ারম্যান পদ গ্রহণ করেছে। বিমসটেকের উন্নয়নে কাজ করবে।

04 Apr 25 1NOJOR.COM

বিমসটেক সদস্য দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার

Person of Interest

logo
No data found yet!