আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় মোটরসাইকেল শোভাযাত্রা নিষিদ্ধ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জামায়াত মনোনীত প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রায় কয়েকটি দুর্ঘটনা ও আহতের ঘটনা ঘটার পর এই সিদ্ধান্ত নেয় দলটি। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, আমিরে জামায়াত দেশের সব জেলা ও মহানগর নির্বাচনি এলাকায় মোটরসাইকেল র্যালি ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছেন। নিরাপত্তা নিশ্চিত করা ও দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। দলীয় নেতারা স্থানীয় পর্যায়ে নির্দেশনা মেনে প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন।
দুর্ঘটনার পর নির্বাচনী প্রচারণায় মোটরসাইকেল শোভাযাত্রা নিষিদ্ধ করল জামায়াতে ইসলামি