Web Analytics

গাজায় ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রজবকে নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ একাডেমি পুরস্কারের সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনীত হয়েছে। তিউনিসিয়ার চলচ্চিত্র নির্মাতা কাউথার বেন হানিয়া পরিচালিত এই সিনেমাটি ২০২৪ সালের জানুয়ারিতে গাজা সিটি থেকে পালানোর সময় ইসরাইলি হামলায় নিহত হিন্দ রজবের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত।

প্রতিবেদন অনুযায়ী, হিন্দ ও তার পরিবারের সদস্যরা গাড়িতে করে পালানোর সময় ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হন। হামলার সময় হিন্দ গাজার রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবীদের সঙ্গে যোগাযোগ করে সাহায্য চাইছিল। চলচ্চিত্রটিতে সেই দীর্ঘ ফোনকলের বাস্তব অডিও ব্যবহার করা হয়েছে, যেখানে উদ্ধারকর্মীরা শিশুটিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। পরে উদ্ধার করতে যাওয়া দুই কর্মীও ইসরাইলি গুলিতে প্রাণ হারান।

এর আগে ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সিলভার লায়ন পুরস্কার অর্জন করে, যা গাজার এই মর্মান্তিক ঘটনার আন্তর্জাতিক স্বীকৃতি এনে দেয়।

23 Jan 26 1NOJOR.COM

গাজায় নিহত শিশু হিন্দ রজবকে নিয়ে নির্মিত চলচ্চিত্র অস্কারে মনোনয়ন পেয়েছে

Person of Interest

logo
No data found yet!