সামাজিক মাধ্যম ব্যক্তিত্ব ও টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক সোমবার ফেসবুকে ওসমান হাদির হত্যার বিচার চেয়ে একটি পোস্ট দেন। তিনি লেখেন, হাদি জীবিত অবস্থায় শুধু ইনসাফ চেয়েছিলেন এবং তার মৃত্যুর পরও মানুষ যেন সাহস নিয়ে এগিয়ে আসে। পোস্টে তিনি প্রশ্ন তোলেন, চলে যাওয়ার ১০ দিন পরও ইনসাফের বাকি কতদিন।
এই পোস্টের পর আয়মান সাদিক তীব্র সমালোচনার মুখে পড়েন। অনেক নেটিজেন অভিযোগ করেন, তিনি অনেক দেরিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং পোস্টে হাদির নাম উল্লেখ করেননি। ফেসবুকে তার পোস্টের কমেন্ট বক্সে সমালোচনার পাশাপাশি কার্ড মিম বানিয়ে তাকে নিয়ে উপহাস করা হচ্ছে। এদিকে ইনকিলাব মঞ্চের আহ্বানে শাহবাগে ওসমান হাদির হত্যার বিচার দাবিতে অবরোধ চলছে।
গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনে জুমার নামাজ শেষে ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি এবং ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ওসমান হাদির বিচার চেয়ে পোস্টে আয়মান সাদিকের বিরুদ্ধে তীব্র অনলাইন সমালোচনা