Web Analytics

বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা (৫৬) এবং একই ইউনিয়নের যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল রানা (৪০)। রোববার আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর রাতে ভুবনগাঁতী উত্তরপাড়া এলাকায় আওয়ামী লীগ কর্মীরা মশাল মিছিল বের করলে সেখানে ককটেল বিস্ফোরণ ঘটে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এ ঘটনায় ১০ ডিসেম্বর গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০–৭০ জনকে আসামি করে মামলা করেন। গ্রেফতারকৃত দুই নেতা ওই মামলার অজ্ঞাত আসামিদের মধ্যে ছিলেন।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানিয়েছেন, মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

21 Dec 25 1NOJOR.COM

বগুড়ায় মশাল মিছিলে ককটেল বিস্ফোরণ মামলায় দুই নেতা গ্রেফতার

Person of Interest

logo
No data found yet!