শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীরা এখন বই পড়ছে না। তারা অ্যাসাইনমেন্ট করছে চ্যাটজিপিতে। চ্যাটজিপিটি দেখেই লিখছে প্রশ্নোত্তর। একে অশনিসংকেত হিসেবে চিহ্নিত করেছেন তিনি। আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি আরো বলেন, চ্যাটজিপিটি শিক্ষার্থীদের চিন্তা ও চেতনাকে নিয়ন্ত্রণ করে ফেলছে। বর্তমানে পিএইচডি ও এমফিলের ক্ষেত্রেও চ্যাটজিপিটির ভূমিকা ন্যাক্কারজনক। এসব কারণে দেশে উচ্চশিক্ষিত বেকারের হার বাড়ছে। এই সময়ে তিনি কারিগরি শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তিন বছরের অনার্স কোর্স এবং এক বছরের ডিপ্লোমা কোর্স সংক্রান্ত সিদ্ধান্তকে অসাধারণ বলে অভিহিত করেছেন।