বিএনপি নেতা ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, দ্রুততম সময়ের মধ্যে আগামী দিনের সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং বাস্তবায়ন করতে হবে। এটি যত দ্রুত করা হবে, জনগণের অধিকার তত দ্রুত প্রতিষ্ঠিত হবে। এ দায়িত্ব পালন করলে ইতিহাসে নাম থাকবে, না পারলে জনগণ আপনাদের ক্ষমা করবে না। তিনি বলেন, স্বৈরাচারের দোসররা প্রশাসনিক বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে বিগত ১৭ বছর ধরে যেভাবে ঘাঁটি গেঁড়ে বসে আছে তাদেরকে যদি ওখান থেকে আপনারা না সরাতে পারেন তাহলে কোনো অবস্থাতেই প্রশাসনকে জনমুখী করে সুশাসন নিশ্চিত করতে পারবেন না। আরো বলেন, ইলিয়াস আলীকে যারা তুলে নিয়ে গেল। চৌধুরী আলম হিরোকে যারা তুলে নিয়ে গেল তাদের খুঁজে বের করা হবে না কেন।
দ্রুততম সময়ের মধ্যে আগামী দিনের সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং বাস্তবায়ন করতে হবে: জাহিদ হোসেন