উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান দুই পর্বে হয়েছে—প্রথম অংশ ‘মেটিকুলাসলি ডিজাইনড’ বা সুচিন্তিত ছিল, আর পরবর্তী অংশ সফল হয়েছে ছাত্র-জনতার সর্বস্তরের অংশগ্রহণ ও আত্মদানের মাধ্যমে। প্রথম অংশ হলো ৫ জুন থেকে ১৮ জুলাই, দ্বিতীয়টি ১৯ জুলাই থেকে ৩৬ জুলাই। তিনি বলেন, ‘মব ভায়োলেন্স’র সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের কোনো সম্পর্ক নেই। মাহফুজ আলম জানান, বিদেশি শক্তির সহায়তা ছাড়া জনগণের অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছে এবং একাত্তর থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ লড়াইগুলো পরিকল্পিত ছিল বলে উল্লেখ করেন। তিনি জানান, অভ্যুত্থানের সময় সামরিক মোড় নেওয়ার ঝুঁকি থাকলেও নেতৃত্বের দৃঢ়তায় তা এড়ানো গেছে।
জুলাই গণঅভ্যুত্থান দুই পর্বে হয়েছে—প্রথম অংশ ‘মেটিকুলাসলি ডিজাইনড’ বা সুচিন্তিত ছিল, আর পরবর্তী অংশ সফল হয়েছে ছাত্র-জনতার সর্বস্তরের অংশগ্রহণ ও আত্মদানের মাধ্যমে: মাহফুজ